মাইক্রোসফট অফিস কি?
বর্তমান ডিজিটাল যুগে মাইক্রোসফট অফিসের ব্যবহার জানা সকলের জন্য অত্যন্ত জরুরী। মাইক্রোসফট অফিস হচ্ছে সমগ্র বিশ্বে ব্যবহৃত বহুল পরিচিত এবং বহুল আলোচিত একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যারটি মাইক্রোসফট কর্পোরেশন ১৯৯০ সালে আবিষ্কার করছেন। এখন পর্যন্ত মোট ৯টি ভার্সনে মাইক্রোসফট অফিস বাজারে এসেছে। এদের মধ্যে সর্বশেষ ভার্সনটি ২০১৬ যা ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসে। শুরু থেকে ২০০৭ সাল পর্যন্ত তাদের যতগুলো ভার্সন ছিল সবগুলোই ছিল ফ্রি। কিন্তু ২০১০ এর পর থেকে সফটওয়্যারটি মাইক্রোসফট কর্পোরেশন আর ফ্রি না করে পেইড করে দেয় অর্থাৎ ২০১০, ২০১৩ এবং ২০১৬ ভার্সনের মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি চালাতে হলে পকেটের টাকা খরচ করে চালাতে হবে। এসব ভার্সনে আগের চাইতে অনেক বেশি এবং উন্নত কাজ করা সম্ভব। ডেস্কটপ এ প্রকাশনা উপযোগী কার্যাবলী সম্পাদনের জন্য মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ইতোমধ্যে কম্পিউটার ব্যবহারকারীদের কাছে কিংবদন্তী প্রোগ্রামে পরিনত হয়েছে।
No comments:
Post a Comment