Tuesday, June 11, 2019

মাইক্রোসফট ওয়ার্ড

মাইক্রোসফট ওয়ার্ড



Q মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft World) কি?
মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার (Word Processing Software)। এই সফটওয়্যারের মাধ্যমে Compose Type, Drawing, Project Profile তৈরি করাছোটখাট ডিজাইন করাবই তৈরি করা,দলিলপ্রশ্নচিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া ও অফিসিয়াল কাজ সম্পাদন সহ যাবতীয় কাজ করা যায়।অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের Microsoft Corporation কতৃক এই সফটওয়্যার তৈরী তাই একে (Microsoft Word) বা (MS Word) বলে নামকরণ করা হয়েছে।

Q মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) এর সাহায্যে কি কি করা যায়MS Word এর সাহায্যে যে যে কাজ করা যায় তা হল:-
v যে কোন ধরণের Document বা Text লেখা,
v বিভিন্ন চিঠিপত্রদলিলপ্রশ্নপত্র টাইপ ও প্রিন্ট করা,
v ডিজাইন করা,
v বিভিন্ন ধরণের  Project Profile তৈরী করা,
v বিভিন্ন ধরণের Drawing, টেবিল এবং ডায়াগ্রাম তৈরী করা,
v বিভিন্ন ধরণের কম্পোজ ও টাইপ করা,
v ব্যাক্তিগত নোট তৈরী করা সহ আরো অনেক ধরণের কাজ সম্পাদন করা হয়।

প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করলে Defult একটি সাদা Page সামনে আসবে। আর এই সাদা পেইজে একটি দাগ নিভু নিভু করছেএই দাগ কে কার্সর বলে। এই কার্সর যেখানে থাকবে কি-বোর্ড দিয়ে কোন অক্ষর চাপ দিলে লেখাটা সেখান থেকে শুরু হবে। লেখার সময় কার্সর ডানদিকে যাবে। এভাবে লেখতে লেখতে লাইন ফিলআপ হলে কার্সর সয়ংক্রিয়ভাবে নিচের লাইনে যাবে। আর যদি লাইন ফিলআপ না হলে যদি নিচে যাওয়ার প্রয়োজন হয় তবে কি-বোর্ড এর Enter কী চাপ দিতে হবে।

No comments:

Post a Comment

  এম এ স ওয়ার্ডে  ভগ্নাংশ টাইপ করার নিয়ম ..