Tuesday, October 25, 2022

 

এম এ স ওয়ার্ডে  ভগ্নাংশ টাইপ করার নিয়ম .. 

Tuesday, June 11, 2019

মাইক্রোসফট ওয়ার্ড

মাইক্রোসফট ওয়ার্ড



Q মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft World) কি?
মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার (Word Processing Software)। এই সফটওয়্যারের মাধ্যমে Compose Type, Drawing, Project Profile তৈরি করাছোটখাট ডিজাইন করাবই তৈরি করা,দলিলপ্রশ্নচিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া ও অফিসিয়াল কাজ সম্পাদন সহ যাবতীয় কাজ করা যায়।অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের Microsoft Corporation কতৃক এই সফটওয়্যার তৈরী তাই একে (Microsoft Word) বা (MS Word) বলে নামকরণ করা হয়েছে।

Q মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) এর সাহায্যে কি কি করা যায়MS Word এর সাহায্যে যে যে কাজ করা যায় তা হল:-
v যে কোন ধরণের Document বা Text লেখা,
v বিভিন্ন চিঠিপত্রদলিলপ্রশ্নপত্র টাইপ ও প্রিন্ট করা,
v ডিজাইন করা,
v বিভিন্ন ধরণের  Project Profile তৈরী করা,
v বিভিন্ন ধরণের Drawing, টেবিল এবং ডায়াগ্রাম তৈরী করা,
v বিভিন্ন ধরণের কম্পোজ ও টাইপ করা,
v ব্যাক্তিগত নোট তৈরী করা সহ আরো অনেক ধরণের কাজ সম্পাদন করা হয়।

প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করলে Defult একটি সাদা Page সামনে আসবে। আর এই সাদা পেইজে একটি দাগ নিভু নিভু করছেএই দাগ কে কার্সর বলে। এই কার্সর যেখানে থাকবে কি-বোর্ড দিয়ে কোন অক্ষর চাপ দিলে লেখাটা সেখান থেকে শুরু হবে। লেখার সময় কার্সর ডানদিকে যাবে। এভাবে লেখতে লেখতে লাইন ফিলআপ হলে কার্সর সয়ংক্রিয়ভাবে নিচের লাইনে যাবে। আর যদি লাইন ফিলআপ না হলে যদি নিচে যাওয়ার প্রয়োজন হয় তবে কি-বোর্ড এর Enter কী চাপ দিতে হবে।

Thursday, December 21, 2017

XAMPP INSTALL-কম্পিউটারে লোকাল হোস্ট বা সার্ভার সেটআপ :


ওয়েবের ক্ষেত্রে সার্ভার হচ্ছে সেই জায়গা যেখান থেকে ওয়েব পেজ গুলো সার্ভ বা হোস্ট করে আর লোকাল সার্ভার হচ্ছে এক ধরনের সার্ভার যা লোকাল মেশিনে কাজ করে।  নিজের কম্পিউটারে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করতে চাইলে  লোকাল হোস্ট বা লোকাল সার্ভার সেটআপ করে নিতে হয় কম্পিউটারে
 লোকাল হোস্ট সফ্টওয়ারঃ লোকাল হোস্ট এর বেশকিছু পরিচিত সফ্টওয়ার আছে যেমন WAMP, MAMP , LAMP এবং XAMPP, এখানে WAMP এর পুর্ণ রুপ হল Windows Apache MySQL PHP, MAMP এর পুর্ণ রুপ হল Macintosh Apache MySQL PHP, LAMP এর পুর্ণ রুপ হল Linux Apache MySQL PHP আর XAMPP এর পুর্ণ রুপ হল Cross  Apache MySQL PHP  Perl. XAMPP cross platform হওয়ায় আমরা XAMPP ব্যবহার করবো কারোন এটি Windows, Mac কিংবা Linux যেকোন ধরনের অপারেটিং সিস্টেমেই চলবে

 লোকাল সার্ভার ইন্সটল-প্রথমে নিচের মতো Setup XAMPP নামে একটি উইনডো আসবে আপনার সামনে


 এখানে নেক্সট বাটনে ক্লিক করুন  Select Components নামে যে উইনডো টি এবার আসবে সেটিতে আমাদের একটু নজর দিতে হবে


 এই ধাপে আপনি চাইলে সরাসরি Next   ক্লিক করতে পারেন  তবে যদি মনেহয় যে আপনি কাস্টমাইজ করে ইন্সটল দিবেন তো আপনাকে ঠিক করে নিতে হবে কি কি আপনি চাচ্ছেন যা যা দরকার নাই সেগুলোর টিক উঠিয়ে দিন এবার নেক্সট বাটনে  ক্লিক করুন। Installation Folder নামে আর একটি উইনডো আসবে


 বাই ডিফল্ট এটি আশলে C Drive   ইন্সটল হতে চায়, তবে আমার মত হল C ড্রাইভ এটি ইন্সটল না দেয়া কারন যদি কোন কারনে আপনার উইনডোজ অপারেটিং সিস্টেম কাজ না করে সে সময় আপনি আপনার ওয়েব প্রোজেক্ট গুলো আর ফিরে পেতে নাও পারেন তাই যদি অন্য  ড্রাইভ এটি ইন্সটল করা হয়, সেক্ষেত্রে আপনি নতুন করে অপারেটিং সিস্টেম দিলেও আপনার প্রোজেক্ট গুলো ঠিক থাকবে
তো আমরা অন্য ড্রাইভে সেটআপ দিতে Installation Folder নামে যে উইনডো টি আছে সেটির Search for Folder এর ডান পাশে যে ফোল্ডার এর আইকন টি আছে সেটিতে ক্লিক করে যে ফোল্ডার সেটআপ দিবেন সেটি চুজ করুন আমি D ড্রাইভ Server নামে একটি ফোল্ডার সেটআপ দেবো বলে ঠিক করেছি নিচের ছবিতে দেখুন


 অন্য ড্রা্ইভে ফোল্ডার ঠিক করে দেবার পর Next ক্লিক করুন এর পর যে উইনডো গুলো আসবে সেগুলোতে Next Next করে পার হয়ে যান শেষে Finish বাটলে ক্লিক করুন, সেট্আপ হয়ে গেছে একটু পর দেখবেন XAMPP Control Panel ওপেন গেছে না হলে Start থেকে ওপেন করে নিন এবার  XAMPP Control Panel এর Module এর নিচে  Apache  এর ডান পাশে Start বাটনে ক্লিক করুন এটি এপাচি কে রান করে দিবে এবং প্রথম বার এটির জন্য Windows Firewall এপাচির এক্সেস দিতে হয় আপনার সামনে এলে Allow Access ক্লিক করুন



একাভে  MySQL Start করে নিন প্রথম বার এটিও Windows Firewall এর এক্সেস চাইবে, দিয়ে দিন  দেখবেন যে Apache MySQL  হালকা সবুজ রং নিয়েছে


 এবার আপনি যে ফোল্ডারে লোকাল সার্ভার ইন্সটল দিয়েছেন, সেটি ওপেন করে তার ভিতরে htdocs নামে একটি ফোল্ডার পাবেন এই ফোল্ডারের ভিতরে আপানর ওয়েব প্রোজেন্ট গুলো রাখবেন এবার আপনার ওয়েব ব্রাউজারের এড্রেস বারে লিখুন http://localhost/ এবং Enter চাপুন দেখবেন আপনার লোকাল সার্ভার ফাইল গুলো হচ্ছে যদি এমন হয় যে আপনি htdocs এর ভিতরে আর একটি ফোল্ডার এর ভিতরে আপনার প্রোজেক্ট ফাইল রেখেছেন, তাহলে http://localhost/ এর পর সেই ফো্ল্ডারের পর সেই ফো্ল্ডারের দিন এবং  Enter চাপুন যেমন http://localhost/newproject/



  এম এ স ওয়ার্ডে  ভগ্নাংশ টাইপ করার নিয়ম ..